মোঃ নজরুল ইসলাম (এরশাদ),নোয়াখালীঃ
শনিবার নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৬নং নাটেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
প্রবীণ রাজনীতিবিধ নোয়াখালী-২ সেনবাগ-সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য মোরশেদ আলম ও জসিম উদ্দিন এর আস্থার প্রতীকতৃণমূলের রাজনৈতিক নেতা বটতলী বাজারে স্থাপিত অভিযান ক্লাবের সাবেক সভাপতি মির্জা মামুন।
মানব সেবায় নিয়োজিত আদর্শবান নেতা,তৃণমূল নেত্রীত্বের আস্থার শেষ আশ্রয় বলে পরিচিত ৬নং নাটেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলদের ভোটে মির্জা মামুন সভাপতি ও মোঃ রহমত উল্লাহকে সাধারণ সম্পাদক নির্বাচিন করেছেন।
বক্তারা বলেন তাদের হাত ধরে ৬নং নাটেশ্বর ইউনিয়নে
বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতি শক্ত ভিত্তি উপর স্থাপিত হবে।
আওয়ামীলীগ কর্মিদের পাসে নিজেদের সর্বদাই নিয়োজিত রাখবেন৷ কর্মিদের সুখে দুঃখে পাসে থাকেন।আগামিতে আওয়ামীলীগ কর্মিদের জন্য কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
আওয়ামীলীগ এর হাতকে শক্তিশালি করার লক্ষে মির্জা মামুন ও মোঃ রহমত উল্যাকে প্রয়োজন বলে মনে করেন তৃণমূলের নেতাকর্মীরা।