আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । ৭ সেপ্টেম্বর বেলা ১১টার শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়ন পরিষদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাঁসাড়া ইউপি চেয়ারম্যান সোলায়মান খান এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন এএসএম মুসা খান দাতা সদস্য হাঁসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজ, মোঃ আবুল হোসেন সদস্য শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহিদ আলী, হাঁসাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীমউদ্দিন মুকুল, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকগন, মাসজিদের ঈমাম গন, মন্দিরের পুরোহিত গন সহ এলাকার সুধী সমাজ।