আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা আল আমিন বাজারে সুজন পাখির দোকান। দোকানটি পরিচালনা করেন এর স্বত্বাধিকারী সুজন।তিনি মূলতগবাদি পশু, হাঁস মুরগিসহ পাখির খাদ্য বিক্রেতা।
শখের বসে সুজন তার দোকানের কিছু অংশে প্রায় ১০ প্রকারের পাখি সংগ্রহ করে তা সাজিয়েছেন।যার মূল্য প্রায় ৫০০০০ টাকা। দোকানে পাখি গুলো উঠানের ফলে দোকানের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। বাজারে ক্রেতা সমাগম সময় দর্শনার্থীরও তার দোকানে ভিড় জমায়। এতে তিনি আনন্দিত। তার দোকানে রয়েছে বাজিগার ,লাভ বার্ড,ফিঙস ,ঘুঘু, ঘুঘু ডায়মন্ড,জাভা সহদশ প্রকারের শতাধিক পাখি।
সুজন জানান পশু পাখিদের খাবার ক্রয়ের পাশাপাশি প্রায় প্রতিদিনই সৌখিন পাখি পলকেরা এখানে আসেন এবং তাদের পছন্দের পাখিটি সংগ্রহ করতে।
পছন্দ হলে তা সংগ্রহ করেন।।
তিনি আরো জানান,শ্রীনগর বাজার গুলোতে প্রায় ১০ টি পাখির দোকান রয়েছে তার মধ্যে তার একটি। অনেক সৌখিন পাখি প্রেমিক রয়েছেন যারা পাখি পালন করেন।এতদিন এখানে দোকান না থাকায় তারা দূর-দূরান্ত হতে পাখি সংগ্রহ করতেন। এ বাজারে পাখির দোকান রয়েছে এখনো অনেকে জানেন না। প্রচার প্রচারণা বাড়লে, পাখি বিক্রি ভালো হলে আগামীতে তিনি তার দোকানে ওপাখির সংখ্যা বাড়বে বলে তিনি আশাবাদী।