আব্দুল মান্নান সিদ্দিকীঃ
২৪ অক্টোবর বিকেলের চারটা হতে সাড়ে পাঁচটা পর্যন্তমুন্সিগঞ্জ জেলার শ্রীনগর চকবাজার ব্রিজে অবস্থানরত হকার উচ্ছেদ করা হয়।
শ্রীনগর থানার সার্কেলের নির্দেশেএ সময় উপস্থিত ছিলেন,এসআই আল-আমিন, এসআই সাইফুল ইসলাম মাদবর,এস আই অঙ্কুর কুমার, এএসআই মাজহারুল ইসলামসহ থানার ফোর্স।
এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে,জন গুরুত্বপূর্ণ চকবাজার ব্রিজ দীর্ঘদিন যাবত হকারা দখল করে তারা গড়ে তুলেছেন বিভিন্ন পণ্যের দোকান।
এতে সারাক্ষণ চকবাজার ব্রিজে যানজট লেগে থাকার ফলে যান ও জন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয।
জনগণের দুর্ভোগ লাঘবে প্রশাসন এ পদক্ষেপ নিলেন।