আব্দুল মান্নানসিদ্দিকী:
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার সরিষা জমির মাঠ গুলোতে হলদে সরিষা ফুলে ফুলে ভরে গেছে, মৌমাছিরা গুনগুণ স্বরে সরিষার ফুল হতে মধুর সংগ্রহ করছে সে এক অপূর্ব দৃশ্য চোখে না দেখলে বুঝার উপায় নেই।
এ বছর উপজেলায় ৪৬৫ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্য মাত্রা থাকলেও দশ সেক্টর বাড়িয়ে ৪৭৫ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গেছে।
কৃষক আবুল কালাম এ প্রতিনিধিকে জানান, গত বছর বাজার গুলোতে সরিষা ভালো মূল্য পাওয়ায়।এ বছর জমিগুলোতে সরিষা চাষে কৃষকের আগ্রহ বেড়েছে।
তিনি আরো জানান, স্বল্প খরচে অল্প সময়ে সরিষার ফলন ঘরে তোলা যায়,লাভ ও ভালো।
প্রাকৃতিক কোন দুর্যোগ না ঘটলে এ বছর ও ফলন ভালো হবে বলে তিনি সহ স্থানীয় কৃষকেরা আশাবাদ ব্যক্ত করেছেন।