আব্দুল মান্নান সিদ্দিকীঃ
৪ জুনসকাল৯ টাহতেমুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগেউপজেলার বিভিন্নটিকাদান কেন্দ্র এ কার্যক্রম শুরু হয়।টিকাদান কেন্দ্রে পুরুষদের তুলনায় বিপুল সংখ্যক নারী সুশৃংখল সারিবদ্ধ ভাবে টিকাদানে অংশগ্রহণ করেন। সকাল ৯টা থেকে লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে টিকাদিয়ে বাড়িতে ফিরেন। কয়েকজন নারীএ প্রতিনিধিকে জানান, সুন্দর সুশৃংখল পরিবেশেদীর্ঘ লাইনেদাঁড়িয়ে টিকা দিতে পেরে তারা আনন্দিত ।