আব্দুল মান্নান সিদ্দিকীঃ
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ উপজেলার যৌথ আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।
৫ নভেম্বর দিবসটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা পরিষদের মুল গেটে এসে শেষ হয়।
পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভাঅনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটয়ারী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন।,
আরো উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা, তথ্য আপা,
উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি/সম্পাদক ও সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।