আব্দুল মান্নান সিদ্দিকীঃ
শ্রীনগরে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছেশারদীয় দুর্গাপূজা।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার১৪ টি ইউনিয়নের ৮০ টি পূজা মন্ডপে এ পূজা অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিটি পূজা মণ্ডপে পুরোহিতগন গীতা পাঠ, অঞ্জলি দান সহ প্রার্থনা করছেন,ঢাক ঢোল বাজিয়ে ও উলুধ্বনির মাধ্যমে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হচ্ছে।
প্রতিটি পূজা মণ্ডপে সনাতন ধর্মাম্বলী নর-নারী এতে অংশগ্রহণ করছেন।
পূজা মন্ডপ গুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা, নিরাপত্তা বাহিনীর সদস্য ও পূজা উদযাপন কমিটির সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছে।