আব্দুল মান্নান সিদ্দিকীঃ
রাত ১২-০১ সেকেন্ড ঘড়ির কাঁটা পৌঁছামাত্র বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার সদর হতে গ্রাম অঞ্চলের বিভিন্ন খেলার মাঠে ও দালানের ছাদে মঞ্চ বানিয়ে, কিশোর ও যুবকেরা ফানুষ উড়িয়ে , পটকা ফাটিয়ে, বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে ইংরেজি নববর্ষ ২০২৩ কে বরণ করেন।
এ নাচ গান গভীর রাত পর্যন্ত অব্যাহত থাকলে,অতিরিক্ত শব্দের ফলে এলাকার বয়োবৃদ্ধ ও অসুস্থরোগীদের ঘুমের ব্যাঘাত ঘটে।
উত্তর কামারগাঁও আলেমন নেছা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মাহফুজা বেগম এ প্রতিনিধিকে জানান, যুবসমাজেরআনন্দ করা নিষেধ নেই, তবে তা সীমাবদ্ধতার মধ্যে হওয়া উচিত।