মো. ফিরোজ উদ্দিন, নকলা প্রতিনিধিঃ
শেরপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ওই সম্মেলন হয়।
সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি,জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রানালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
অনুষ্ঠান উদ্ভোদন ও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।
এসময় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক আ. প. ম. বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল,সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, উপাধ্যক্ষ রেমন্ড আরেং প্রমুখ বক্তব্য রাখেন।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো আতিউর রহমান আতিক এমপি কে সভাপতি ও মো. ছানোয়ার হোসেন ছানুকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।