• রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০২:৫১ পূর্বাহ্ন

যথাযোগ্য মর্যাদায় পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস পালিত

Lovelu / ৩৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

১৫ আগস্ট ২০২২ পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসে দিনব্যাপি ভিবিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করা হয়। দিনের শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিত করণ এবং রাষ্ট্রদূত মিস সুলতানা লায়লা হোসেনের নেতৃত্বে দূতাবাস প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করা হয়।

বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে বিকাল ৫,০০ ঘটিকায় পবিত্র কোরআন তিলাওয়াত ও অন্যান্য পবিত্র ধর্ম গ্রন্থ থেকে বাণী পাঠের মাধ্যমে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও রাষ্ট্রদূত কর্তৃক পর্যায়ক্রমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ,মন্ত্রী ,মাননীয় প্রধান মন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতির শোক দিবসের বাণী পাঠ করে শোনানো হয় এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য শহীদ সদস্যদের প্রতি এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে সম্মান প্রদর্শন করা হয় ।

শোক অনুষ্ঠানে ডা খলিলুল কাইয়ুম ,মাসুদুর রহমান তুহিন ও শাহরিয়ার সাকুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ পোল্যান্ড ,কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী বাংলাদেশীদের উপস্থিতিতে বঙ্গবন্ধুর উপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

.দূতাবাসের স্থানীয় কর্মকর্তা কামিলের সঞ্চালনায় জাতীয় শোক দিবসের প্রধান অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মিস সুলতানা লায়লা হোসেন , বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ পোল্যান্ডের পক্ষ থেকে ডা খলিলুল কাইয়ুম ,কমিউনিটির সিনিয়র ব্যক্তিত্ব ডা সাজেদুল হক সাজু ,কমিউনিটি নেতা ও ব্যবসায়ী কাজী সাইফুদ্দিন।

উপস্থিত ছিলেন তরুণ রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের মধ্যে মাসুদুর রহমান তুহিন ,শাহরিয়ার সাকু ,আফজাল হোসাইন ,লুৎফুর রহমান ,ইমরান হাসান রনি ,সিদ্দিকুর রহমান ,সজিব কান্তি দাস ,জাহিদ খান ,সাবেক ছাত্রনেতা আকবর আলী ,মাসুম পেশাজীবীদের মধ্যে সাবেক ছাত্র নেতা ডঃ মোঃ আরিফুর রহমান ,শচীন পাল ,উৎসব ও সাবেক ছাত্র নেতা মাহমুদুল হাসান দোলন সহ আরও অনেক প্রবাসী বাংলাদেশী।

অনুষ্ঠানের শেষের দিকে দোআ মাহফিল ও আগত অতিথিদের আপ্যায়নের মাধ্যমে সমাপ্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category