আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সীগঞ্জ শ্রীনগরে সারাদিন থেমে থেমে বৃষ্টি। ২৩অক্টোবর মুন্সীগঞ্জে ভোরহতে সূর্যাস্ত পর্যন্ত সারা দিন কখনো হালকা, কখনো গুড়ি গুড়ি বৃষ্টিহওয়ায় জনজীবনে বিপর্যয় নেমে আসে।বিশেষ করে শ্রমজীবী মানুষ স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের তাদের গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে কাজে এবং বিদ্যালয়ে যাতায়াত করতে দেখা যায়।
অনেক শিশুকে হালকা বৃষ্টিতে ভিজে আনন্দ করতে দেখা যায়।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত কয়েক দিন পূর্বে হেমন্তঋতুর আবির্ভাবের ফলে সকালে গ্রামাঞ্চলে হালকা শীত শরীরে অনুভুতি জাগে এরপর গুড়ি গুড়ি বৃষ্টিতে ভেজার ফলে তাদের ঠান্ডা জনিত সমস্যা দেখা দিতে পারে তাই এসময় বৃষ্টিতে না ভেজাই মঙ্গল।