আব্দুল মান্নান সিদ্দিকীঃ
যানজটে নাকাল মুন্সীগঞ্জের শ্রীনগরবাসী।সকাল থেকে রাত ৮টা পর্যন্ত যেন যানজট লেগেই থাকে এই উপজেলার শ্রীনগর বাজারে। ছোট-বড় গাড়ির যত্রতত্র পার্কিং ও প্রধান সড়ক এবং ব্রীজের দুই পাশে ভ্রাম্যমাণ দোকান, ফুটপাথে দোকান, মোড়ে মোড়ে সিএনজি ও অজস্র অটোরিক্সার অস্থায়ী স্ট্যান্ডের কারণে উপজেলাটিতে যানজটের স্থায়ী রূপ নিয়েছে।এর পরিত্রাণ নিয়ে সুশীল সমাজে উঠেছে নানান প্রশ্ন।
শ্রীনগর উপজেলার প্রবেশদ্বারের সবকটি পথে প্রায় ১০ হাজারেরও বেশী অবৈধ ব্যাটারিচালিত অটোরিক্সা, মিশুক,সিএনজির দাপটে জনজীবন বিপর্যয় এর মুখে।শ্রীনগরে জনসাধারণ অটোরিক্সার কাছে যেন জিম্মি হয়ে আছে।
ছোট্ট আরামদায়ক অটোরিক্সাটি এখন মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়িয়েছে।কখনো চাকার সাথে গলায় ওড়না পেঁচিয়ে মা-বোনদের মৃত্যু কখনো বা অটোর সাথে অটোর ধাক্কা খেয়ে মৃত্যুবরণ এ যেন নিত্যদিনের চিত্র।অদক্ষ চালক ও ১০থেকে ১৫ বছরের কিশোর হাতে এই মৃত্যুর যানটি।নির্দিষ্ট আইন থাকলেও প্রয়োগের অভাবে এ ধরনের দুর্ঘটনা অহরহ ঘটছে বলে মনে করেন শ্রীনগর উপজেলার নানা পেশার মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রীনগরের এম রহমান মার্কেট এর সামনের রোডের দুই লেনই দখলে থাকে সিএনজি ও অটোরিক্সার। শ্রীনগর গার্লস স্কুলের পাশে সর্বক্ষন অটোরিক্সার মেলা, অটোর জন্য যত্রতত্র পার্কিং ব্যবস্থা থাকলেও সাধারণ মানুষের চলাচলের কোনো রাস্তা নেই।তার থেকে ভয়াবহ চিত্র দেখা যায় শ্রীনগর চক বাজার মোড়ে।যাত্রীর থেকে তিনগুণ অটোরিক্সা ইচ্ছেমত পার্কিং করাতে জনসাধারণের বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে।বিশেষ কারণে রাস্তার এপার থেকে ওপার পার হওয়া তো কষ্টসাধ্য।স্কুলের ছাত্র ছাত্র