আব্দুল মান্নান সিদ্দিকীঃ
গ্রাম বাংলার বধুরা ধান হতে চাল,গম হতে আটা চাল হতে চালের গুড়ো তৈরি করতে ব্যবহার করতেন ঢেঁকি।
এ ঢেঁকিতে পা রেখে বধুরা সুরে সুরে গান ধরতেন,ও বধূ ধান ভাঙ্গে রে ঢেঁকিতে পাড় দিয়ে,মুন্সিগঞ্জের গ্রাম বাংলার বধুরা ও অনুরূপভাবে ধান, চালও গম ঢেঁকিতে ভাঙ্গিয়ে এ শীতে বিভিন্ন প্রকার পিঠে, পায়েস তৈরি করতেন তা নিকটতম আত্মীয়-স্বজন বেড়াতে এসেখেতেন ও পাড়া-প্রতিবেশীদের মাঝে বিতরণ করতেন ।
কালের বিবর্তনে আজ ঢেঁকি হারাতে বসেছে। বর্তমান প্রজন্মের কাছে ঢেঁকি শুধু অতীতের গল্প।