• শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৪:৩০ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে জিয়া পরিবার সঙ্গে থেকেছে….ড. মোহাম্মদ জালাল উদ্দিন মতলব পৌরসভা ভবন অন্যত্র স্থানান্তরে প্রতিবাদে মানববন্ধন  মতলবে ধানের চারা ফেলার জমি নিয়ে মারধরের ঘটনায় নিহত ১ শেরপুরের নকলায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স – ওসি রবিউল হক মিথুনের লেখা গান গাইলেন রাজীব মতলবে মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিক্ষার্থীর আত্মহত্যা এম এ শুক্কুর পাটোয়ারীর নেতৃত্বে মতলব দক্ষিণে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মতলব দক্ষিণে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

মিরসরাইয়ের বারইয়ারহাট ডিগ্রি কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

Lovelu / ৪০৫ Time View
Update : শনিবার, ১৩ আগস্ট, ২০২২

মিরসরাই(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার উদ্যোগে বারইয়ারহাট ডিগ্রি কলেজ প্রাঙ্গনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ আগস্ট) মূর‌্যাল উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়।

বারইয়ারহাট ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক বোরহান উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভার মেয়র ও বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বারইয়ারহাট কলেজকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। তা ধীরে ধীরে বাস্তবায়ন করে যাচ্ছি। বিগত ১২ বছর ধরে কলেজে একটি বঙ্গবন্ধুর মূর‌্যাল স্থাপন করার স্বপ্ন দেখছিল কলেজ কর্তৃপক্ষ, অবশেষে সেটি পৌরসভার উদ্যোগে বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া স্টেইজ নির্মাণ, মাঠ ভরাট করা হয়েছে পৌরসভার উদ্যোগে। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে। বারইয়ারহাট ডিগ্রি কলেজকে পড়াশোনার দিক দিয়ে একটি আদর্শ কলেজ হিসেবে গড়ে তুলতে আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।’

এসময় বারইয়ারহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌর নির্বাহী কর্মকর্তা সমর কান্তি চাকমা, বারইয়ারহাট কলেজের ভাইস প্রিন্সিপাল প্রদীপ কুমার, বারইয়ারহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর বিষ্ণু প্রসাদ দত্ত রতন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার প্যানেল মেয়র নিজাম উদ্দিন, কাউন্সিলর আজিজুল হক মান্না, সেলিনা আক্তার, শাহানাজ বেগম, শিল্পী ভৌমিক, রফিকুজ্জামান বাবুল, আরিফ উদ্দিন মাসুদ, মোহাম্মদ আলমগীর, হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক রুবেল, বারইয়ারহাট ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ইমাম হোসেন সাঈদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক, বারইয়ারহাট পৌরসভা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শের শাহ, সাফায়েত হোসেন রিমনসহ পৌরসভার কর্মকর্তা, কলেজের শিক্ষকবৃন্দ, ছাত্রলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ।

বারইয়ারহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর বলেন, ‘বারইয়ারহাট ডিগ্রি কলেজের শহীদ মিনারের পাশে স্থাপন করা হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর‌্যাল। এতে করে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাবোধও জানার আগ্রহ আরো বাড়বে। এটি স্থাপনের জন্য আমি দীর্ঘ প্রায় এক যুগ নানাভাবে প্রচেষ্টা চালিয়েছি, অবশেষে বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনের স্বদিচ্ছায় মূর‌্যাল স্থাপন করা হলো। এছাড়া তিনি কলেজ মাঠ ভরাট ও স্টেইজ নির্মাণ করে দেওয়ায় কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে উনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category