স্টাফ রিপোর্টারঃ
মতলব উত্তর উপজেলার ১০নং ফতেপুর (পূর্ব) ইউনিয়নে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাইজকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাকসুদুর রহমান মিঠু।
উক্ত কমিটির সকল সদস্যদের সম্মতিতে মাইজকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয় মাকসুদুর রহমান মিঠু।
বিদ্যালয় পরিচালনা কমিটির নব নির্বাচিত সভাপতি মাকসুদুর রহমান মিঠু বলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার প্রতি অনেক বেশী আন্তরিক ও দায়িত্বশীল। তাই আমি তাকে ধন্যবাদ জানাই এমন একটি শিক্ষাব্যবস্থা গ্রহনের জন্য।
তিনি বলেন, প্রথমত এই শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। কমিটির সকল সদস্যদের সম্মতিতে আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে এজন্য আমি অভিভূত ও কৃতজ্ঞ।
মাকসুদুর রহমান মিঠু আরো বলেন, এই সমাজের একজন হয়ে প্রাতিষ্ঠানিক দায়িত্ব পেয়েছি,যে প্রতিষ্ঠান থেকে আমি প্রাথমিক শিক্ষা অর্জন করেছি আজ সেই প্রতিষ্ঠানে আমি সভাপতি হতে পেরে নিজেকে গর্বিত মনে করি।
তিনি আরো বলেন, বিদ্যালয়টির শিক্ষাব্যবস্থা ও অবকাঠোমোগত মানউন্নয়ন এবং শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা বাস্তবায়নের জন্য আমি সর্বোচ্চ কাজ করব। এসময় তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
মাসুদুর রহমান মিঠু বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় চাঁদপুর-২ আসনের সম্মানীত সাংসদ এডভোকেট নুরুল আমিন রুহুল ও মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ প্রকাশ করেন। এবং তাকে সভাপতি নির্বাচিত করায় তিনি অন্যান্য সকল সদস্য ও অভিভাবগনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
মাকসুদুর রহমান মিঠু ১৯৯৭ সালে জমিলা খাতুন উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে প্রথম স্থান অধিকার করে এসএসসি পাশ করেন, মতলব সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচ.এস.সি এবং ডিগ্রি পাশ করেন এবং ঢাকা কবি নজরুল সরকারি কলেজ থেকে মাস্টার্সে প্রথম বিভাগ লাভ করেন।