• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

Lovelu / ২৭৬ Time View
Update : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টার :

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক কর্মসূচি পালনের মধ্য দিয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে সকল সরকারি-বেসরকারি জাতীয় পতাকা ও কালো পতাকা অর্ধনমিত, কালো ব্যাজ ধারন, বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ। আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা উদযাপন কমিটি, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মতলব পৌরসভা, মতলব দক্ষিণ থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন। পরে প্রামান্য চিত্র প্রদর্শনী, হাসপাতালে, শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন, সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হকের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণক সম্পাদক বিএইচএম কবির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুল্লাহ, সাংবাদিক গোলাম হায়দার মোল্লা, শিক্ষার্থী মোঃ হাবিব, জিহাদুল ইসলাম, মোঃ জায়েস ও আনাস। কবিতা আবৃত্তি করেন উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা মোর্শেদুল আলম সিরাজী ও পবিত্র গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা বিভূতি ভূষণ মজুমদার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন মজুমদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল হাসনাত, উপজেলা সমবায় অফিসার মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা এমএ আজিজ বাবুল, মোফাজ্জল হোসেন, পারভেজ চৌধুরী হানিফ, তোফাজ্জল হোসেন, প্রভাষক জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ্র দাস, আওয়ামী লীগ নেতা রিয়াদুল আলম রিয়াদ, মোঃ মাসুমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে যুবকদের মাঝে চেক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category