স্টাফ রিপোর্টারঃ
মতলব দক্ষিণে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেনু দাস। তিনি গত ১৯ সেপ্টেম্বর চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেছেন বলে জানা গেছে। ১১ অক্টোবর তিনি আনুষ্ঠানিকভাবে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।
বর্তমান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হক-কে ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন হয়েছেন। ১১ অক্টোবর সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাহী অফিসের একপত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে।