• বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে অবৈধ ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ১ জন নিহত মতলবে সৌদি মালিককে নিয়ে হেলিকপ্টারে চড়ে এলেন প্রবাসী মোবারক চাঁদপুরের বিপণীবাগের আবাসিক হোটেল থেকে মতলবের রুবেলের ঝুলন্ত লাশ উদ্ধার বাণিজ্য মেলায় সাংবাদিকের উপর হামলা : আটককৃতদের ছেড়ে দেয়ায় ক্ষোভ শ্রীনগরে মাদিনাতুল উলুম মডেল মাদ্রাসারবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত মতলব উত্তরের পাচঁআনি উবি’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা  পুরস্কার বিতরণ মতলবের মেঘনায় মরা মাছ ভেসে ওঠার ঘটনায় তদন্ত কমিটি গঠন মতলব উত্তরের আনন্দ বাজারে নিউ পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের  উদ্বোধন শ্রীনগরে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত 

মতলব উত্তরে শান্তিপূর্ণ ভাবে দুর্গোৎসব পালিত   ওসি মহিউদ্দিনের শুভেচ্ছা 

Lovelu / ১৪৯ Time View
Update : বুধবার, ৫ অক্টোবর, ২০২২

শহিদুল ইসলাম খোকন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এবছর ৩১টি পূজামন্ডপে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে পূজা উৎসব সমাপ্ত হয়েছে। দুর্গোৎসবকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান গ্রহন করেছে। পাশাপাশি মতলব উত্তরের সকল পেশার লোকজন সার্বিকভাবে সহযোগিতা করায় উপজেলাবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন মতলব উত্তর থানায় অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন। 
 অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন বলেন,,দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাননীয় প্রতিমন্ত্রী ড. শামসুল আলম,  চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নূরুল আমিন রুহুল,  উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসন , সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ সকল পেশার লোকজন আমার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপদেশ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছ।
 উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ৩১টি পূজা মন্ডপ পরিচালনা কমিটিকে দিকনির্দেশনা সহ নানা বিষয়ে পরামর্শ দিয়েছেন।
 উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস,জানান  প্রত্যকটি পূজা উৎযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় লোকদের নিয়ে অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন সভা সমাবেশ করেছেন।
 পূজা সংক্রান্ত সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিতে গেলো প্রত্যকটি পূজা মন্ডপের মধ্যে  সি সি টিভি ক্যামেরার ব্যবস্থা করে দিয়েছেন।  ফলে বারতি নিরাপত্তায় সহযোগিতা করছে।
 আইন শৃঙ্খলা কমিটির সদস্য সচিব মতলব উত্তর  থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ মহিউদ্দিন  বলেন, ধর্ম যার যার উৎসব সবার। শনিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পূজা শুরু হয়ে এবং বুধবার দশমী দিনে প্রতিমাবিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে। সেই লক্ষে  এরই  মধ্যে  উপজেলা ৩১টি পূজা মন্ডপেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে যা পূজা উৎযাপন নির্বিঘ্নে এবং সম্পুর্ন নিরাপদে পালন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি আরো বলেন, দুর্গোৎসব কে ঘিরে  অতি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ  এবং সাধারণ  এই তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। অতি গুরুত্বপূর্ণ মন্ডপে অতিরিক্ত পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন ছিল।
প্রতিটি পূজা মন্ডপে থানার জরুরি মোবাইল নম্বর টানিয়ে দেয়া হয়েছিল, যাতে কেন অপ্রিতিকর ঘটনা ঘটলে যাতে যেকেউ পুলিশকে খবর দিতে পারে। আমি নিজে জেলা প্রশাসক,  এমপি মোহদয়, এসপি স্যার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী অফিসারের সাথে গিয়ে পরিদর্শন করেছি এবং আমি একাও ঘুরে ঘুরে পরিদর্শন করেছি।
শারদীয় দুর্গোৎসব অত্যন্ত  উৎসাহ উদ্দিপনা ও আনন্দময় পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।   কোথায়ও কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটেনি, আইন শৃঙ্খলার কোন অবনতি হয়নি। সেজন্য  আইন শৃঙ্খলা বাহিনী সর্বাদাই সজাগ ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category