মাহবুব আলম লাভলুঃ
মতলব উত্তর উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে ‘তথ্য আপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে উপজেলার এখলাছপুর ইউনিয়নের দক্ষিণ এখলাছপুর গ্রামের মোল্লা বাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ ইসমাইল হোসেন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, তথ্যসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার এবং তথ্যকেন্দ্রের অন্যান্য কর্মচারীরা। উক্ত ইউনিয়নের জনপ্রতিনিধি, তথ্যসেবা সহকারী এবং প্রশিক্ষণার্থী নারীগণ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে নারীদের তথ্যকেন্দ্রের সেবাসমূহ সম্পর্কে অবহিত করা হয়। এছাড়াও সুবিধাবঞ্চিত নারীদের অবস্থার উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়। নারী ও শিক্ষা স্বাস্থ্য’সহ নারীর ক্ষমতায়নে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।