নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলার মতলব পৌরসভার ১ নং ওয়ার্ড পশ্চিম বাইশপুর বেড়ীবাঁধের বাহিরে ব্রিকস ফিল্ড সংলগ্ন উছমানী ইবনে আফফান (রাঃ) হাফেজিয়া মাদ্রাসা কালবৈশাখীর ঝড়ে লন্ডবন্ড।
উল্লেখ্য, ২১ মে শনিবার সকাল ৬ টা ৩০ মিনিটের সময় কালবৈশাখী ঝড়ে লন্ড বন্ড হয়ে যায় একশত পঞ্চাশ জন ছাত্রের প্রানের মাদ্রাসা প্রতিষ্ঠানটি।
মাদ্রাসার মোহতামিম হাফেজ মোঃ ফোরকান জানান- “হঠাৎ কালবৈশাখীর ঝড়, মূহুর্তের মধ্যে আমার টিন সেট ঘরটির চাল দূমরে মুচড়ে প্রায় ২০০ ফিট দূর নিয়ে যায়। মাদ্রাসার বারান্দার ৪/৫ ফুটের একটি দেয়াল ভেঙ্গে যায়। এছাড়া একটি বৈদ্যুতিক খুটি ভেঙে পরে যায়। এতে ক্ষতির পরিমান হবে আনুমানিক ৭ থেকে ৮ লক্ষ টাকা। ক্ষতিপূরণ পাওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন মাদ্রাসার পরিচালক হাফেজ মোঃ ফোরকান।