নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আবেদ সাত্তার পাঠান ফাউন্ডেশনের(এএসপি)উদ্যোগ দরিদ্র পরিবারকে মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার(২৮ এপ্রিল) আর্থিক অনুদানের চেক বিতরণের উদ্বোধন ও বক্তব্য রাখেন প্রধান অতিথি মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার জনাব গাজী শরিফুল হাসান।
আছির মোরশেদ পাঠান সভাপতিত্বে ও মুফতি মীজানুর রহমান রায়হানের পরিচালনায় বিতরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাদুল্যাপুর ইউনিয়নের চেয়ারম্যান জোবাইর আজীম পাঠান স্বপন ও মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু।
আবেদ সাত্তার পাঠান ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলায় ৮০টি দরিদ্র পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। ফাউন্ডেশন এনজিও ব্যুরোর তালিকাভুক্ত একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।
আবেদ সাত্তার পাঠান ফাউন্ডেশনের পক্ষ থেকে দক্ষতার সাথে দায়িত্ব পালন করায় মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।