নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে আজ বুধবার ৬ এপ্রিল দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া।
জানা যায়, অভিযানে পণ্যের মূল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ০৭ টি দোকানে -১৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এছাড়া একটি মাংসের দোকানে ভাসী রক্ত ফ্রিজে মজুদ ও পুরাতন মাংসের সঙ্গে রক্ত মিশ্রিত করে পুনরায় বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযানে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলমসহ থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।