• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন

জয় পাড়া কলেজে নিরাপত্তা প্রহরী হায়াত আলী বলেন

বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দেশ ও নিজের কাজকে ভালোবাসি

Lovelu / ২৮৭ Time View
Update : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

আব্দুল মান্নান সিদ্দিকীঃ

৬ নভেম্বর হতে সারাদেশে এইচ এস সি পরীক্ষা শুরু হয়ে লিখিত পরীক্ষা শেষ হয়েছে গত ১ ৩ই ডিসেম্বর।১৮ডিসেম্বর হতে ব্যবহারিক পরীক্ষা চলছে তা অব্যাহত থাকবে ২২ ডিসেম্বর পর্যন্ত ।

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে জয় পাড়া কলেজ কেন্দ্রে এইচ এস সি ব্যবহারিক পরীক্ষা চলছে এ কেন্দ্র নিরাপত্তা দায়িত্ব পালন করছেন।উক্ত কলেজের নিরাপত্তা প্রহরী হায়াত আলী।স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতায় তিনি সুষ্ঠু সুন্দরভাবে নিজ দায়িত্ব পালন করে চলছেন।

তার বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলারখালপাড় বউবাজার পালামগঞ্জে।তিনি দীর্ঘ বারো বছর যাবৎ এ কলেজের নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি ১৪ হাজার টাকা বেতন পান।

তার দুটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। ছোট ছেলেটি একাদশ শ্রেণীর ছাত্র, কন্যাটি অষ্টম শ্রেণীতে পড়ে। বড় ছেলেটি লেখাপড়া বেশি এগোতে পারেনি সে এখন বেকার জীবন যাপন করছে।

এটুকু আয় দিয়ে তার ছেলে মেয়েদের লেখা পড়ার খরচ শেষে যতটুকু অবশিষ্ট থাকে তাদিয়ে কোন রকম চলে তার সংসার।এ টাকাতেই তিনি সুখী।

১২ বছর পূর্বে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তার প্রহরির দায়িত্ব পালন করছিলেন,অত্র কলেজের সাবেক অধ্যক্ষ একদিন উক্ত প্রতিষ্ঠানে একটি কাজে গিয়ে হায়াত আলীর সুষ্ঠু ও সুন্দর ভাবে দায়িত্ব পালন করতে দেখে তিনি সন্তুুষ্টি প্রকাশ করেন।সে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানএ কথাটি ও তিনি জানতে পারে তিনি অত্র প্রতিষ্ঠানে চাকরি করার প্রস্তাব দিলে হায়াত আলী তা সাদরে গ্রহণ করেন।

তিনি জানান তার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা এটাইতাদের গৌরবও বড় প্রাপ্তি। বাবা দেশের জন্য যেভাবেজীবন বাজিয়ে রেখে দেশ স্বাধীন করেছেন। তিনিও পিতার সন্তান হিসাবে দেশ ও নিজের কাজকে ভালোবাসেন। তাই চেষ্টা করছেন কাজটি ছোট হলেও নিজ দায়িত্ব ও কর্তব্য যথাযথ সুন্দর ভাবে পালন করতে।

তিন বছর পূর্বে সড়ক দুর্ঘটনায় তার একটি পা ক্ষতিগ্রস্ত হলেও
তিনি থেমে নেই সঠিকভাবে তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন ।

স্থানীয় অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা জানান, চাচা খুব ভালো মানুষ।দায়িত্ব পালনে তিনি যেমন কঠোর।আবার তিনি ছাত্র-ছাত্রীদের সহযোগিতায় কোমল।তার সহকর্মীরাও সহমত প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category