আব্দুল মান্নার সিদ্দিকীঃ
বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে মুন্সিগঞ্জের রাস্তা ঘাটে বিক্রি আছে বিভিন্ন দেশের জাতীয় পতাকা।
বিপুল উৎসাহ উদ্দীপনায় শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট।বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য ফুটবল প্রেমীদের ব্যাপক প্রস্তুতি চলছে। বাংলাদেশের ফুটবল প্রেমিরাও অপেক্ষার প্রহর গনছেন বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা দেখার জন্য মুন্সিগঞ্জ জেলার ফুটবল প্রেমেরও পিছিয়ে নেই তারাও আনন্দ উপভোগ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। প্রস্তুতি স্বরূপ বিভিন্ন দেশের সমর্থকগণ তাদের সমর্থিত দেশের জাতীয় পতাকা ঘরে ঘরে, রাস্তায় ও বিল্ডিং এর ছাদের উপর টানাচ্ছেন। বাজারে বিভিন্ন রাস্তা ঘাটের মোড়ে মোড়ে হকাররা বিভিন্ন দেশের জাতীয় পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।
জাতীয় পতাকা বিক্রেতা হকার মোবিন এ প্রতিনিধিকে জানান, তিনি মূলত একজন নির্মাণ শ্রমিক,আসন্ন বিশ্বকাপ উপলক্ষে তিনি সাময়িকভাবে হকারের ব্যবসা ধরেছে। তার কাছে রয়েছে বিভিন্ন দেশের জাতীয় পতাকা বিভিন্ন সাইজের। তিনি জানান, তিনি পতাকা বিক্রি করে সন্তোষজনক লাভ পাচ্ছেন।