মো: ফেরদৌস জোর্য়াদ্দারঃ
ঝিনাইদহ জেলার চাকলাপাড়া পৌরসভার ০৭ নং ওয়ার্ডে অবস্থিত। যেখানে মাদক ব্যবসা, কিশোর গ্যাং এর অনৈতিক আচরণে অতিষ্ট জনজীবন। যার ফলস্বরূপ কিছুদিন আগে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা চলাকালীন সময়ে নিশংসভাবে খুন হতে হল সুবীর কুমার দাস কে, সাথে আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন বেশ কয়েকজন। সুবির হত্যার পর তার পরিবার ০৬ জন কে প্রধান আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ইতিমধ্যে সুবির হত্যার বিচারের দাবিতে দোষীদের ফাঁসি চেয়ে ঝিনাইদহের আপামর জনগন ঝিনাইদহ পোস্ট অফিস মোড়ে একটি মানববন্ধন করেছেন। এলাকার উশৃংখল পরিবেশ কে শৃঙ্খলে ফিরিয়ে আনতে এলাকাবাসীর উদ্যোগে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ৪৮ সদস্য বিশিষ্ট চাকলা পাড়া সামাজিক উন্নয়ন কমিটি গঠন করেন।
উক্ত আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাকলা পাড়ার প্রবীন ব্যক্তিত্ব মোঃ মোফাজ্জল হোসেন মোফা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৭ নং ওয়ার্ড কমিশনার মহিউদ্দিন মহি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিমল বিশ্বাস অধ্যক্ষ নুরুন্নাহার মহিলা কলেজ, উপস্থিত ছিলেন অমল দাস অধ্যক্ষ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড: শামসুজ্জামান লাকি, সমাজ সেবক ও ব্যবসায়ী নাসের হাসান সোহাগ, চন্দন বসু মুক্ত, ব্যবসায়ী দুদু, সমাজ সেবক ঝুনু,ব্যবসায়ী ইন্দ্রজিৎ সাহা, গনমাধ্যমকর্মী সহ এলাকার আপামর সাধারন জনগন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সুবির কে পরিকল্পিতভাবে প্রধান আসামী মিঠুনের নেতৃত্বে দুর্বৃত্তরা হত্যা করেছে। মামলার প্রধান আসামী সুনীল দাস, মিঠুন দাস, সুরেশ দাস, নির্মল দাস, সমরেশ দাস, সৌরভ দাস ও শিপন আহমেদ এবং আরো অনেকে এ এলাকায় অনেক আগে থেকেই ত্রাসের রাজত্ব চালিয়ে আসছিল । হত্যাকারীরা মাদক ব্যবসা, নারী ব্যবসা, ইভটিজিং, চাদাবাজি সহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত। এদের দ্বারা এলাকায় কিশোর গ্যাং নিয়ন্ত্রিত হয়। বহুদিন ধরে এদের মাধ্যমে চুরি ছিনতাইসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছে। এমন কি তাদের উৎপাতে পাড়া মহল্লায় মা বোনেরা চলাফেরা পর্যন্ত করতে পারেনা। অনুষ্ঠানে অথিতিবৃন্দরা পাড়ার সমাজ ও সামাজিক উন্নয়নের লক্ষে চন্দন বসু মুক্ত কে সভাপতি ও নাসের হাসান সোহাগ কে সাধারণ সম্পাদক করে চাকলাপাড়া সামাজিক উন্নয়ন কমিটির ঘোষণা করেন। চাকলাপাড়ায় আগামীতে মুক্ত ও সোহাগের নেতৃত্বে এলাকার সুশীল সমাজ এ কমিটির দায়িত্ব পালন করবেন এবং এলাকার উন্নয়নের কাজ করে যাবেন। এ সামাজিক উন্নয়ন কমিটি সমাজের নিপীড়ন, দুর্নীতি,ও মাদকমুক্ত করতে সোচ্চার থাকবে সবসময়। এলাকার আপামর সাধারন জনগন সকলে এ সামাজিক উন্নয়ন কমিটিকে সাদরে গ্রহন করেন এবং সকলে কমিটির প্রতি আস্থা রাখেন এবং বলেন সকলে কাধে কাধ মিলিয়ে এলাকার আর্ত সামাজিক উন্নয়নে কাজ করে যাবেন। পরিশেষে সুবির হত্যাকারীদের ফাঁসি চেয়ে প্রধান আসামী মিঠুন দাস কে অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।