আব্দুল মান্নান সিদ্দিকীঃ
৭ সেপ্টেম্বর সকাল ৯ টায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা জাহানাবাদ আজিজ খানের মার্কেটের সামনে বাস স্টান্ডে দুইজন একাদশ শ্রেণীর শিক্ষার্থী শ্রীনগরের একটি কলেজে নয়টা এিশ মিনিটের ক্লাসে উপস্থিত হওয়ার জন্য তাড়াহুড়া করে বাসে উঠতে চাইলে বাসের হেলপার তাদেরকে নামিয়ে দেয়, পিছনের বাসের হেলপার ও তাদেরকে বাসে উঠাইনি।
এর কারণ কি? নাম প্রকাশে অনিচ্ছুক একজন কন্ট্রাক্টার এ প্রতিনিধিকে জানান,বাসের ভাড়া বৃদ্ধি যাত্রী সংখ্যা কম আবার ছাত্রদের ভাড়া তার চেয়ে কম।ছাত্রদের সিটে বসিয়ে নিতে হয় রাস্তায় অনেক যাত্রী বাসে সিট আছে কিনা জানতে চান সিট ছাড়া যাত্রী উঠতে চান না।অপর দিকে ছাত্ররা সিট ছাড়তে চান না।এ নিয়ে মাঝে মধ্যেই ঝগড়া বাধে। তাইযাত্রী সংখ্যা বেশি হলে আসন খালি না থাকলে বাধ্য হয়েই তারা ছাত্রদের বাসে ওঠতে বাধা প্রদান করেন। তবে বেশিরভাগ সময়ই তারা ছাত্রদের বাসে ওঠান এবং গন্তব্য স্থানে পৌঁছে দেন।
তিনি আরো জানান হয়তো ওই দুটিবাসে যাত্রী সংখ্যা বেশি ছিল তাই ছাত্রদের আঠাননি ।
ভুক্তভোগী ছাত্ররা কিছু ক্ষণ অপেক্ষা করে ক্লাসের সময় কম থাকায় বাধ্য হয়েই অটোতে করে তাদের গন্তব্য স্থানে রওনা দেন।