*** ঊষা মল্লিক ***
বন্ধু মানে আমার কাছে, ছোট্ট একটা আকাশ,
বন্ধু যেন আমার প্রাণে, আনে স্বস্তির নিঃশ্বাস,
বন্ধু হলো আমার জীবনের, চলার পথের সুর,
বন্ধুর হাত ধরে চলতে পারি আমি, দূর হতে বহুদূর।
বন্ধু আমার মন, আর বন্ধুই আমার প্রাণ,
বন্ধু মানে আমার কাছে,জীবনের জয়গান।
বন্ধু জোগায় সাহস মনে, বন্ধুই যেন হাতিয়ার,
বন্ধুই যেন বিপদ আপদে, আমার কাণ্ডারী হুঁশিয়ার।
চলার পথের নিত্য সঙ্গী, বন্ধুই যে হয়,
বন্ধুর সঙ্গে পথ চলতে আমার, লাগে না কোনো ভয়।
বন্ধু মানে আমার কাছে, এক অনন্য সৃষ্টি,
বন্ধু যেন আমার কাছে, মরুভূমিতে বৃষ্টি।
বন্ধু মানে, সমস্যার এক বিশাল সমাধান,
বন্ধুই আছে একমাত্র, যে করে না কোনো অপমান।
বন্ধু মানে, জীবন সংগ্রামের ভরসায়, এক সিঁড়ি ,
বন্ধু মানে অভিমান, কিন্তু নেই তাতে কোনো আড়ি।
বন্ধু মানে স্বচ্ছতা, আর বন্ধু মানেই সত্যতা,
বন্ধু মানেই, অটুট বন্ধনের শুভ্র এক পবিত্রতা।
বন্ধু মানে সুখ দুঃখে,পাশে থাকা মানুষ,
বন্ধু তো, যে কেউ হতে পারে, নারী অথবা পুরুষ।
এমন বন্ধু, এখন পৃথিবীতে, মেলা বড়ো ভার,
বন্ধুর খোঁজে চারদিক ঘুরি, আর করি যেন হাহাকার।
কবি: বিভাগীয় প্রধান, নার্সিং বিভাগ, আলিয়া বিশ্ববিদ্যালয়, কলকাতা ভারত।