মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:
গাইবান্ধার ফুলছড়ি হাটে পাটের স্তুপে অগ্নিকান্ডের ঘটনায় কয়েক শ’ মণ পাট সহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ।
শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টায় সাবেক উপজেলা হেডকোয়ার্টার এলাকার ঐতিহ্যবাহী পুরাতন ফুলছড়ির হাটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ফুলছড়ি ও সাঘাটার ২টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এনামুল হক জানান, বিড়ি-সিগারেটের আগুন থেকে পাটের স্তুপে আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । তিনি জানান, প্রথমে হাটে বিক্রি করতে নিয়ে আসা চাষীদের একটি পাটের স্তুপে আগুন লাগে। পরে পুরো হাটের পাটের স্তুপে আগুন ছড়িয়ে পরে। তিনি বলেন, এনিয়ে তদন্ত কমিটি করা হচ্ছে। সে কমিটি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে।
ফুলছড়ি থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফুলছড়ি বাজারের মেসার্স লামিয়া ট্রেডার্স এ থাকা টিকে গ্রুপের প্রাণ, ডাল, জিল ক্যাফে ও ফিজাপসহ প্রায় ত্রিশ লক্ষ টাকার মালামাল, আলম ট্রেডার্স এর ৫ লক্ষ টাকার মালামাল, নুরুজ্জামান ট্রেডার্স এর পাট, ধান ও ভুট্টাসহ ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নুরুজ্জামান মিয়া বলেন, আগুনে মূহুর্তের মধ্যে আমার ব্যবসা প্রতিষ্ঠানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সংসারের আয়ের একমাত্র উৎস ব্যবসা প্রতিষ্ঠানের এ ক্ষতি পুষিয়ে উঠা আমার পক্ষে অসম্ভব হয়ে দাড়িয়েছে।