আবদুস সালামঃ
ফরিদগঞ্জে প্রথম বারের মতো পরিবেশক কল্যান সমিতির আয়োজনে চাঁদপুর জেলার বিভিন্ন কম্পানির প্রতিনিধিদের সাথে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জানুয়ারি শনিবার দুপুরে ফরিদগঞ্জ ওয়ান ষ্টার রেষ্টুরেন্টের ২য় তলায়। ফরিদগঞ্জ পরিবেশক কল্যান সমিতির সভাপতি আসদুজ্জামান আরজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমানুল হক সোহাগের পরিচালনায়। বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিবেশক কল্যান সমিতির উপদেষ্টা প্রফেসর জসিম উদ্দিন, সহ-সভাপতি ইব্রাহিম বালি, যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম প্রমূখ।
এ সময় ফরিদগঞ্জ উপজেলা পরিবেশক কল্যান সমিতির কার্যনির্বাহী সদস্য ও পরিবেশেক কল্যাণ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ব্যবসায়ী কল্যানে আমাদের এক হয়ে কাজ করতে হবে। আমরা এ সংগঠনটি শুধু ব্যবসায়ীর কল্যানে নয় সমস্যার সুস্থ সমাধানের লক্ষে কাজ করবে। সে ক্ষেত্রে ম্যানেজার বা কোম্পানির প্রতিনিধিদের সহযোগীতার প্রয়োজন।
আলোচনা শেষে দুপুরের খাবার পরিবেশনের মাধ্যমে সংগঠনের অনুষ্ঠানের সফল সমাপ্ত হয়।