মো. ফিরোজ উদ্দিন, নকলা(শেরপুর) প্রতিনিধিঃ
নকলা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের মাঝে লটারি অনুষ্ঠিত হয়েছে।
২১ ডিসেম্বর বুধবার সকালে পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয় মাঠে ওই লটারি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বুলবুল আহম্মেদ,সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেলসহ অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা, ভর্তিইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকগণ।
নকলা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজিম উদ্দিন এর তথ্য মতে, ষষ্ঠ শ্রেণিতে মোট আসন সংখ্যা ১৮০ টি। ফরম বিক্রি হয়েছে ৪৪৭ টি। আবেদন জমা পড়েছে ৪২৩ টি। মোট ১৪টি সংরক্ষিত আসনের মধ্যে মুক্তিযোদ্ধা ১২ টি,শিক্ষক প্রতিনিধি ১টি এবং প্রতিবন্ধি কোটা হলো ১ টি। বাকি ১৬৬ টি লটারিতে চান্সকৃত শিক্ষার্থীরা আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর সরকার নির্ধারিত ১৬১০ টাকা জমা ফি বিদ্যালয়ে জমা সাপেক্ষে ভর্তি হতে পারবে।