মো. ফিরোজ উদ্দিন, নকলা (শেরপুর)ঃ
শেরপুরের নকলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা হয়।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) বুলবুল আহম্মেদ।
এসময় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আম্বিয়া খাতুন,সহসভাপতি বাবু ইন্দ্রজিৎ কুমার ধর সুভাস, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব আনুছুর রহমান সুজা। ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, নকলা সরকারী হাজী জাল মামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলতাফ আলী,উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আলমগীর আজাদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইসকান্দার হাবীব, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, স্কুল কলেজের শিক্ষার্থীগণ ও স্থানীয় সাংবাদিকগণ।