মো. ফিরোজ উদ্দিন,নকলা প্রতিনিধি(শেরপুর):
শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় আনসার ও ভিডিপি’র উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সমাবেশ হয়।
সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন এবং প্রধান আলোচক ছিলেন জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আকরাম হোসাইন।
এ সময় বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইসকান্দার হাবিব, জেলা পরিষদ সদস্য সানোয়ার হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হরিদাসী রানী সাহা প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও আনসার ভিডিপি সদস্যদের মাঝে বাইসাইকেলসহ অন্যান্য পুরুস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন,নালিতাবাড়ীর উপজেলা আনসার ভিডিপি’র উপজেলা প্রশিক্ষক (টিআই) মো. জুবায়ের হোসেন শান্ত।