• রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০১:১২ অপরাহ্ন

তৃণমূল পর্যায়ে এগিয়ে কর্মীবান্ধব নেতা গাজী সুজন

Lovelu / ১২৯ Time View
Update : শনিবার, ১১ জুন, ২০২২

মোঃ সাজ্জাদ হোসেন রনিঃ

হাইমচর উপজেলা ছাত্রলীগের কর্মী সভায় তৃণমূলের সহস্রাধিক নেতাকর্মী নিয়ে যোগদান করেছেন উপজেলা ছাত্রলীগের কর্মী বান্ধব নেতা গাজী সুজন।সাজসজ্জাসহ ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জমকালো মনোমুগ্ধকর আয়োজনে ব্যানার ফেস্টুন নিয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় উপজেলার প্রাণকেন্দ্র। সর্বোচ্চ নেতাকর্মী নিয়ে যোগদান করায় দলীয় নেতাকর্মীদের ধারণা, সভাপতি পদ প্রার্থীতায় এগিয়ে গাজী সুজন।

গতকাল ১১ জুন শনিবার দুপুরে হাইমচর উপজেলা পরিষদের সম্মুখে ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা ছাত্রলীগের কমিটিতে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত নিয়ে উপস্থিত হওয়ার কথা জানিয়ে চিঠি দেয় চাঁদপুর জেলা ছাত্রলীগ। তারই ধারাবাহিকতায় তৃণমূল ছাত্রলীগের কর্মী বান্ধব নেতা গাজী সুজন সহস্রাধিক নেতাকর্মী নিয়ে কর্মীসভায় উপস্থিত হন। এতে উপজেলার ছয় ইউনিয়ন, কলেজ ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশ নেয়।

জানা যায়, তৃণমূল ছাত্রলীগ থেকে ওঠে আসা এ গাজী সুজন ছাত্রলীগের উপজেলা কমিটির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেন। তখন থেকেই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে সকল স্তরের ছাত্রদেরকে সংঘবদ্ধ করার চেষ্টা চালিয়েছেন। ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন দলের দুঃসময়েও। উপজেলা ছাত্রলীগের সাবেক কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ার পর সর্বস্তরের ছাত্রজনতাকে সংবদ্ধ রাখতে সকলের সাথে যোগাযোগ রক্ষা করেছেন। দলীয় সকল সভা সমাবেশে সর্বস্তরের ছাত্রলীগ নেতৃবৃন্দকে নিয়ে উপস্থিত হয়েছেন। তৃণমূল পর্যায়ের ছাত্রলীগ নেতৃবৃন্দ সুখে দুঃখে গাজী সুজনকে কাছে পায় বলে তাঁকে নতুন কমিটিতে উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে দেখতে চায় তারা।

ছাত্রলীগ নেতা গাজী সুজন বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত একজন সৈনিক। ছোট থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িত। উপজেলা ছাত্রলীগের সাবেক কমিটিতে সততার সাথে আমি প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেছি। যথাসম্ভব ছাত্রলীগ কর্মীদের সংঘবদ্ধ রাখার চেষ্টা করেছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়বো বলে কাজ করে যাচ্ছি প্রাণপ্রিয় সংগঠন ছাত্রলীগে। তাই তৃণমূল ছাত্রলীগের চাহিদার প্রেক্ষিতে নতুন কমিটিতে সভাপতি পদে প্রার্থী হয়েছি।

উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা, সোহাগ পাটওয়ারী, নজরুল ইসলাম, সাদ্দাম পেদা, সায়েদ, মোবারক হোসেন, বাপ্পি, রিপাত, জুয়েল, তানভীর, রনি, পায়েদ, নাঈম, সুভসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category