আব্দুল মান্নান সিদ্দিকীঃ
৩০ অক্টোবর সকাল আটটায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা ঢাকা দোহার সড়কেজাহানাবাদ এলাকায় দুটি অটো রিক্সা মুখোমুখি সংঘর্ষেএকটি অটো রিক্সার সামনে অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় ও অপর অটো রিক্সায় অবস্থানরত দুইজন ছাত্রী আহত হন।
দোহার হতে একটি অটো রিক্সারওপরে সিলভারে হকারী মালামাল নিয়ে আসছিলেন সোরহাব। তার অটো রিক্সারটি জাহানাবাদ এলাকায় আসলে বিপরীত দিক হতে আসা অটো রিক্সা চালক ইলিয়াস, সোহরাবের গাড়িটিকে সজোড়ে ধাক্কা দিলে সোহরাবেরঅটো রিক্সার সামনের কাঁচটি ভেঙ্গেচূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।অপরদিকে ইলিয়াসের গাড়িতে বসা অবস্থানরত ফুলতলা উদয়ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ফাতেমা (১৪) ও একই বিদ্যালয় ষষ্ঠ শ্রেণির ছাত্রী জাকিয়া(১২) আহত হয়। স্থানীয়রা আহত দুজন ছাত্রীকে কে উদ্ধার করেন।
আহতদের অবস্থা গুরুতর নয়,তবে তারা ভয়ে কাপছিলেন।এ সময় ছাত্রী দুইজনকে স্থানীয়রাবিদ্যালয়ে না গিয়ে বাড়িতে ফিরে যেতে বললে তারা বাড়িতে ফিরে যান।
উল্লেখ যে এ রাস্তাটিতে গাড়ি চালকরা বেপরোয়া ভাবে গাড়ি চালানোর ফলে প্রায় সময় এ ধরনের দুর্ঘটনা ঘটার সংবাদ পাওয়া যায়।