আব্দুল মান্নান সিদ্দিকীঃ
ঢাকা দোহার সড়ক দুর্ঘটনায় আহতকালাচানের আর্থিক সহযোগিতার প্রয়োজন। ৬ অক্টোবর মুন্সিগঞ্জ জেলারশ্রীনগর উপজেলা ঢাকা দোহার মহাসড়ক জাহানাবাদএলাকায় রাত আটটায় রাস্তায়দিয়েহাঁটছিলেন পথচারী কালাচান, তার শ্রবন শক্তি কম, মুখের কথায় রয়েছে জড়তা।প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়,রাস্তায় কালাচান ভুল দিক দিয়েহাটছিলেন, ইতিমধ্যে তার কাছাকাছি একটি মোটরসাইকেল চলে আসলে মোটরসাইকেল আরোহী তাকে সংকেত দেন। শ্রবণশক্তি কম হওয়ায় তিনি তা শোনেননি। মোটরসাইকেলআরোহী গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তার ওপরে সজোড়েধাক্কা দিলে তিনিগাড়ির নিচে পড়ে যান এবং মারাত্মক আহত হন।তার বাম পা ভেঙ্গে যায়,মেরুদন্ড, মূত্রনালীতে আঘাতপ্রাপ্ত হন।
মোটরসাইকেল আরোহী তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করার নির্দেশ দেন। মোটরসাইকেল আরোহী ঢাকাপঙ্গু হাসপাতাল প্রেরণ পর্যন্ত সকল খরচ বহন করেন। ২২ দিন পঙ্গু হাসপাতালে অবস্থান করার পর চিকিৎসকগণ তাকে রিলিজ দিন।বর্তমানেতিনি নিজ বাড়িতে অবস্থান করছেন।
কালাচান একজন হত দরিদ্র মানুষ। তিনি ভ্যানে সবজি নিয়ে গ্রামে ঘুরে বিক্রি করতেন যা আয় হতো তা দিয়ে চলত তার সংসার।সংসার পরিচালনায় একমাত্র আয়ের উৎস তিনি নিজে। তার কোন পুত্র সন্তান নেই। তার দুটি কন্যা সন্তান তাদেরও বিয়ে হয়েছে।তাদের অবস্থা ও খুব ভালো নয় যে, বাবাকে আর্থিকভাবে সহযোগিতা করবে।
তার পা ভেঙ্গে যায় ও মেরুদন্ডে আঘাতপ্রাপ্ত হন পায়ের হাড় এখনো পরিপূর্ণভাবে জোড়া নেইনি।মূত্রনালীতে আঘাত পাওয়ায় বিকল্প ব্যবস্থা প্রস্রাব করানো হচ্ছে। পায়ের অপারেশনের স্থানের ঘা ও শুকায়নি।পরিপূর্ণ সুস্থ হতে দীর্ঘদিন সময় লাগবে। বাকি সুচিকিৎসায় তার প্রচুর পরিমাণ আর্থের প্রয়োজন। বর্তমানে তার হাতে কোন টাকা নেই। কিভাবে চলবে তার সংসারকোথায় পাবেনচিকিৎসা খরচ এ নিয়ে তিনি চিন্তিত। তিনি বিত্তবানও সুহৃদয় ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতা চান।
তার সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা। কালাচাঁন।পিতা আলিমুদ্দিন ডাক্তার (ফিরোজ ডাক্তার বাড়ি) গ্রাম ও পোস্ট অফিস বাগড়া,উপজেলা শ্রীনগর,জেলা মুন্সিগঞ্জ।টেলিফোন নাম্বার০১৭৯ ৮৮৪৬৩৮৭