ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রেক্ষিতে বাজার মনিটরিংসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা করতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৬আগস্ট) বিকেলে উপজেলা সদরের বাবুরহাট ও গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন। এ সময় শিশু খাদ্য বিক্রির অনুমোদন না থাকায় দুই দোকানদারকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এসময় তিনি সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পন্য বিক্রি না করতে ব্যাবসায়ীদের নির্দেশনা দেন।
অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করলে দায়ীদের আইনের আওতায় আনা হবে বলেও সতর্ক করেন এই কর্মকর্তা।
এছাড়াও মূল্য নিয়ে কারসাজি না করা এবং বাধ্যতামূলকভাবে পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
ইউএনও বেলায়েত হোসেন বলেন, বাজার মনিটরিং অভিযানে দুজনকে জরিমানা করা হয়েছে।দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে আমাদের এ অভিযান চলমান থাকবে।