মো: ফেরদৌস জোর্য়াদ্দার,ঝিনাইদহঃ
ঝিনাইদহে সরকারের স্বাস্থ্য দপ্তরের নির্দেশনায় নামসর্বস্ব অবৈধভাবে গড়ে উঠা ডেন্টাল কেয়ারের বিরুদ্ধে অভিযান শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। ইতিমধ্যে শহরের বিভিন্ন এলাকার ১০ টি অবৈধ ডেন্টাল কেয়ার বন্ধ ঘোষনা করেছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা: মিথিলা ইসলাম খবর ঝিনাইদহ কে জানান, স্বাস্থ্য দপ্তরের নির্দেশনায় রোববার বিকাল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। সেময় পাগলা কানাই এলাকায় ৩ টি, অগ্নিবীণা সড়কে ৭ টি ও আরাপপুর এলাকার ৩ টি অবৈধ ডেন্টাল ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে ডা: মিথিলা ইসলাম ছাড়াও মেডিকেল অফিসার ডা: আসিফ আহমেদ, ডা: ফয়সাল আহমেদ, সেনেটারী ইন্সটেক্টর নারায়ণ চন্দ্র বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।