মাহবুব আলম লাভলুঃ
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে (কচুয়া-মতলব উত্তর- মতলব দক্ষিণ) উপজেলা থেকে তাসলিমা আক্তার আখিঁ মনোনয়নপত্র দাখিল করেছেন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন, ফরাজীকান্দী ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের নেএী পারুল বেগম, ফজিলত নেছা, ইউপি সদস্য মো. হালিম সরকার।
উল্লেখ্য, তাছলিমা আক্তার আঁখি মতলব উত্তর উপজেলার ১২নং ফরাজীকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছোট হলদিয়া (ভাষানচর) গ্রামের মরহুম আলহাজ্ব মো. তোফাজ্জল হোসেনের জৈষ্ঠ্য কন্যা। তিনি তিন ভাই-বোনের মধ্যে বড় সন্তান। নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি সদস্য।