মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় গাইবান্ধা সদর উপজেলা কিশোর কিশোরী ক্লাব সমূহের মধ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা সদর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে গাইবান্ধা পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ -পরিচালক মোছাঃ নার্গিস জাহান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, গাইবান্ধা সদর উপজেলার কিশোর কিশোরী ক্লাব এর ফিল্ড সুপারভাইজার, জেন্ডার প্রমোটর, সংগীত ও কবিতা আবৃতির শিক্ষকমন্ডলী।
সদর উপজেলার ১৩ টি ক্লাবের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন, সংগীত, কবিতা আবৃতি, বালিশ বর্জন, ও দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই পাঁচটি ক্যাটাগরিতে প্রতিযোগিরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী দেরকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।