সাকলাইন সাদমানঃ
গরিব মেয়ের বিয়ের জন্য সৃজন যুব সংঘের পক্ষ থেকে ৩০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শনিবার ( ৫ নভেম্বর) মিরসরাইয়ের ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের জগদীশপুর গ্রামের এক গরিব মেয়ের জন্য এই সহযোগিতা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সৃজন যুব সংঘের আজীবন সদস্য ইলিয়াস হোসেন, সংগঠনের সভাপতি আসিফুল ইসলাম, সদস্য ইমাম হোসেন, কামরুল ইসলাম ও মেহেদী হাসান।
সৃজন যুব সংঘের সভাপতি আসিফুল ইসলাম বলেন,
সৃজন যুব সংঘ প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখে আসছে। এসকল কাজ বাস্তবায়নের জন্য সংগঠনের উপদেষ্টা, পৃষ্ঠপোষক ও আজীবন সদস্যদের অনন্য ভূমিকা রয়েছে। বিশেষ করে সংগঠনের প্রবাসী সদস্যদের অনুদানের কারণে আমাদের আর্থিক সহায়তা কার্য্যক্রম পরিচালনা করতে সামর্থ্য