মাহবুব আলম লাভলুঃ
মতলব বাসীর স্বপ্নের সেতু (গজারিয়ার ভবেরচর ও মতলব উত্তরের কালীপুর সংযোগ সেতু) প্রস্তাবিত এলাইমেন্ট পরিদর্শন করেন বাংলাদেশ সেতু বিভাগ ও সেতু কর্তৃপক্ষ।
২৫ জুলাই ( সোমবার) সকাল ১১ ঘটিকায় পরিদর্শন করেন সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মনিরুজ্জামান, আনোয়ার হোসেন, যুগ্ম সচিব আলতাফ হোসেন শেখ, রাহিমা আক্তার, শাহীন খান শাহীন, প্রকল্প পরিচালক মোঃ লিয়াকত আলী, উপ সচিব ভিখারুদৌল্লা চৌধুরী, হাসান সারোয়ার, সচিব মহোদয়ের একান্ত সচিব এএসএম রিয়াদ হাসান গৌরব, ডিপুটি টিমলিডার মানজুল হক খান এবং টিফসা কনসাল্টেন্ট টীম।
এসময় আরো উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, ষাটনল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শরিফ উল্লাহ সরকার, মতলব উত্তর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান রাসেল ফয়েজ আহমেদ চৌধুরী, তেজগাঁও থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির চৌধুরী, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মফিজুর রহমান চৌধুরী ভুলুন, মতলব বার্তার সম্পাদক মোঃ মাইন উদ্দিন চৌধুরী সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।