ওসমান গনিঃ
২০০৫ইং সালের ১৭আগষ্ট বিএনপি-জামাতের যোগসাজশে জঙ্গি,সন্ত্রাসী জেএমবি কর্তৃক দেশের ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
আজ বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে রসূলপুর খেয়াঘাট হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃমহাসিন চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগ এর সাঃসম্পাদক ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আমিরুল ইসলাম।এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ এর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বীর প্রতিক,উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সম্পাদক আবু তালেব ভূঁইয়া,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তানেস উদ্দীন, উপজেলা আওয়ামী লীগ নেতা সিকান্দার আলী,ভবেরচর ইউঃপি আওয়ামী লীগ এর সভাপতি মোঃশাহ আলম,বাউশিয়া ইউঃপি আওয়ামী লীগ এর সাঃসম্পাদক মোস্তফা সারোয়ার বিপ্লব, উপজেলা যুবলীগ নেতা আবুল বাশার, উপজেলা শ্রমিক লীগ এর সভাপতি মোঃআনোয়ার হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আশ্ররাফুল ইসলাম জয়,উপজেলা ছাত্রলীগ এর সভাপতি মোঃহাবিবুর রহমান হাবিব প্রমুখ।