• বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন

কুড়িগ্রামের চরাঞ্চলে প্রাণীসম্পদ সেবাদানকারীদের অ্যাপস বিষয়ক প্রশিক্ষন

Lovelu / ২০৯ Time View
Update : বুধবার, ৯ নভেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও ধরলা নদী অববাহিকার চরাঞ্চলে স্থানীয় প্রাণি চিকিৎসক ও প্রাণীসম্পদ সেবাদনাকরীদের সুদক্ষ অ্যাপস ব্যাবহার বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) সকাল ১১ টায় স্থানীয় টিডিএইচ ফাউন্ডেশন মিলনায়তনে ৮ দিন ব্যাপি এই প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: আরিফুর রহমান কনক।
প্রশিক্ষণ পরিচালনা করেন প্রাণিসম্পদ বিভাগের অপারেশন কর্ডিনেটর ডাঃ মোঃ তারেকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুইসকন্টাক ইন্টারভেনশন এ্যারিয়া ম্যানেজার মোঃ আনোয়ারুল ইসলাম, এমফোরসি প্রকল্প ক্লাস্টার অফিসার মোঃ ফরহাদ হোসেন, এমজেএসকেএস এ্যাডমিন এন্ড একাউন্টস অফিসার শুধাংসু রায়, সুইসকন্টাক এমফোরসি ইন্টারভেনশন অফিসার রবিউল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম মনিটরিং অফিসার বলরাম ঘোষ প্রমূখ।

আয়োজকরা জানান, এই প্রশিক্ষনের মাধ্যমে দুর্গম চরাঞ্চলসহ প্রান্তিক কৃষকদের প্রাণিসম্পদের বিভিন্ন রোগ সনাক্ত ও প্রতিকার সম্পর্কে সহজেই এই অ্যাপস দিয়ে জানতে পারবেন প্রাণি চিকিৎসক ও প্রাণীসম্পদ সেবাদনাকরীরা। দ্রুত সময়ে তারা ব্যবস্থা নিতে পারবেন। এছাড়াও তারা নতুন কল রেকর্ড, সিডিউল, সেবা প্রদান, হিসাব নিকাশ, ঔষধপত্র বিষয়ে বিস্তারিত জানতে পারছেন এই অ্যাপসের মাধ্যমে। আধুনিক এ পদ্ধতি ব্যবহার করলে প্রান্তিক জনগোষ্টির সেবার মান আরও বৃদ্ধি পাবে।
জানা গেছে, উক্ত প্রশিক্ষণে ফুলবাড়ী উপজেলার ৪ টি ইউনিয়ন ও সদর উপজেলার ১টি ইউনিয়নের মোট ২৫ জন এলএসপি প্রশিক্ষন গ্রহণ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category