কুড়িগ্রাম প্রতিনিধিঃ
আগামীকাল বুধবার (২ নভেম্বর) কুড়িগ্রামের চিলমারী ও রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার মধ্যরাত থেকে প্রচারণা শেষ হয়েছে। আজ দিন গড়িয়ে রাত পোহালেই এই দুই উপজেলায় মোট ১১৪ টি কেন্দ্রে ইভিএম-এ ভোটগ্রহণ করা হবে। নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপনির্বাচনে চিলমারী উপজেলায় মোট ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে মনোনয়ন পেয়েছেন মো. সোলায়মান আলী সরকার। অপর চার প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৪৩। মোট ৪৫ টি কেন্দ্রে ২৯২ টি কক্ষে ইভিএম মেশিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
অপর দিকে রৌমারী উপজেলায় মোট ৭ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম। অপর ৬ প্রার্থী স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম শালু কাপ-পিরিচ প্রতীকে এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (সদ্য অব্যাহতি পাওয়া) জাইদুল ইসলাম মিনু হেলিকপ্টার প্রতীকে দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরেক স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসীও (দোয়াত-কলম) আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৫৭ হাজার ১৫০ । মোট ৬৯ টি কেন্দ্রে ৪৭৮ টি কক্ষে ইভিএম মেশিনে ভোট গ্রহণ করা হবে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব বলেন, প্রচারণা শেষ হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘ এ উপনির্বাচনে কোনও কেন্দ্রে সিসি ক্যামেরা থাকছে না। তবে নির্বাচনে কমিশনের নিজস্ব পর্যবেক্ষক দল থাকছে।’