• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন

করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী দেশকে বিশ্বের প্রথম সারির দেশে উপনীত করেছেন -রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান

Lovelu / ২৪৩ Time View
Update : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

 

অনলাইন ডেস্কঃ

রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার বলেছেন, করোনা সংকট মোকাবেলায় বাংলাদেশ সফল হয়েছে। করোনাকালে জনগণের জীবন ও জীবিকা ঠিক রাখার পাশাপাশি প্রধানমন্ত্রী দেশের জিডিপি গ্রোথ বজায় রেখেছেন। অনেক উন্নত দেশ তা পারেনি। এছাড়া সকল মানুষকে বিনামূলে করোনা টিকা প্রদান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিশ্বের প্রথম সারির দেশের মর্যাদায় উপনীত করেছেন।

তিনি আজ রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জেলা তথ্য অফিস, চট্টগ্রাম আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ‘‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

চন্দ্রঘোনা ইউনিয়ন চেয়ারম্যান মো. ইদ্রিস আজগরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গণযোগাযোগ অধিদপ্তর ঢাকার পরিচালক (প্রচার ও সমন্বয়) মো. তৈয়ব আলী, গ্রামীণ জনগোষ্ঠির উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ (১ম সংশোধিত) প্রকল্পের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, চট্টগ্রাম তথ্য অফিসের উপপরিচালক মো. সাঈদ হাসান, স্থানীয় নেতা আখতার হোসেন খান বক্তব্য রাখেন।

স্বজন কুমার তালুকদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সকল মানুষের জন্য নিরাপদ বাসস্থান তৈরির লক্ষ্যে আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি বাঙালি জাতীয়তাবাদের প্রবর্তক। বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর নির্দেশিত পরিকল্পনায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সকল খাতে দেশকে সমৃদ্ধ করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে দেশকে বিশে^র রোল মডেলে পরিণত করেছেন। শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো বিদ্যুৎসহ বিভিন্ন খাতের উন্নয়ন ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব ও ভূমিকা বিশ্বে এখন বহুল চর্চিত হচ্ছে। তিনি বিশ্বের গর্ব।

মো. তৈয়ব আলী বলেন, সমাজের কারো প্ররোচনায় সাম্প্রদায়িক সহিংসতা করা যাবে না। একশ্রেণির মানুষ গুজব রটিয়ে সমাজ ও রাষ্ট্রকে অস্থিতিশীল করে তোলার অপচেষ্টায় থাকে। এদের থেকে সজাগ থাকতে হবে।

মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান বলেন, সন্তানদের শিক্ষিত করলেই তারা চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠবে। নারী শিক্ষার মধ্যেই নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তি নিহিত বলে তিনি মন্তব্য করেন।

আলোচনা সভায় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category