মাহবুব আলম লাভলু :
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, উন্নত ও মানসম্মত শিক্ষা নিয়ে সরকার কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক শিক্ষা বিস্তারে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক ভবন হচ্ছে। এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে আধুনিক শিক্ষা উপকরণ দিচ্ছে সরকার। আজকেও আমরা সরকারের পক্ষ থেকে স্কুলগুলো আধুনিক বেঞ্চ প্রদান করা করলাম। তাই মানসম্মত শিক্ষা বিস্তারে সকলকেই কাজ করতে হবে। মঙ্গলবার(৮মার্চ) উপজেলা পরিষদ প্রাঙ্গণে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্লাহ, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, সহকারী শিক্ষা অফিসার মোঃ মাহফুজ মিয়া, মোঃ অলিউল্লাহ, ছেঙ্গারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা মোঃ আলাউদ্দিন প্রধান, জেলা ছাত্রলীগের উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নুরুজ্জামান সরকার, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরহাদ ভুইয়া, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।
উপজেলার ৩১ টি বিদ্যালয়ে ৬৫০ সেট বেঞ্চ প্রদান করা হয়েছে। এতে ব্যয় করা হয়েছে ৪৮ লাখ ৭৫ হাজার টাকা। উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। কারিগরি সহযোগিতা করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং অর্থায়ন করেছে স্থানীয় সরকার বিভাগ ও জাইকা। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন এই বেঞ্চ গ্রহন করেন।