শহিদুল ইসলাম খোকন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সকল পূজা মন্ডপ পরিদর্শন করেন মতলব উত্তর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল।
মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত ইউনিয়নে সকল পূজা মন্ডপ পরিদর্শন করেন ও পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দদের সাথে কুশল বিনিময় করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে শারদীয় দূর্গা পূজা সম্পন্ন করতে বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন এবং পূজা করতে আশা সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
ইউনিয়নের ৭টি পূজা মন্ডপে পরিদর্শন কালে শুভেচ্ছা বক্তৃব্যে ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল বলেন দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা ক্ষমতায় আছে বলেই আজ হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিকরা শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় উৎসব উৎসবমুখর পরিবেশে পালন করতে পারছে ৷
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য শরিফ সরকার, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল বাবু,প্যানেল চেয়ারম্যান ফয়েজ সরকার, রফিক পাটোয়ারী,লিটন সরকার, জনি পাটোয়ারী, মুরাদ, ইমরান, শাহাদাত হোসেন সহ আরো অনেকে।