সানজিদা আলম রিদনীঃ
পোল্যান্ড প্রবাসী,সংগঠক,বিশিষ্ট চিকিৎসক ও মেডিকেল ব্যবসায়ী, নবধারা নিউজ ২৪ ডটকমের উপদেষ্টা সম্পাদক ডাঃ খলিলুল কাইয়ুম বলেছেন,এখন সংবাদপত্রের ধরনে যেমন পরিবর্তন এসেছে, তেমনি সাংবাদিকদের কাজের পরিধিতেও পরিবর্তন এসেছে। সাংবাদিকরা জাতির বিবেক। ‘শতভাগ সঠিক সংবাদ প্রচারের কোনো বিকল্প নেই। মানুষ ঘটনার সঠিক সংবাদ জানতে চায়। সত্য লুকানোর মধ্যে ঘটনার প্রতিকার হয় না। সঠিক ও সৎ সাংবাদিকতা সমাজ বদলে দিতে পারে।
২২ জুলাই (শুক্রবার)ঢাকার দি ডাইনিং লাইঞ্জ রেস্টুরেন্টে নবধারা নিউজ ২৪ ডটকমের কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নবধারা নিউজ ২৪ ডটকমের উপদেষ্টা সম্পাদক ডাঃ খলিলুল কাইয়ুম দি ডাইনিং লাইঞ্জ রেস্টুরেন্টে আসলে নবধারা নিউজ ২৪ ডটকমের পক্ষ থেকে তাকে ফুলে তোরা দিয়ে শুভেচ্ছা জানানো। এসময় তিনি মিসেস ডাঃ খলিলুল কাইয়ুমের পক্ষেও ফুলের তোরা গ্রহন করেন। পরবর্তীতে নবধারা নিউজ ২৪ ডটকমের আইডি কার্ডটি তার হাতে তুলে দেয়া হয়।
ডাঃ খলিলুল কাইয়ুমকে শুভেচ্ছা জানান ও আইডি কার্ডটি তুলে দেন নবধারা নিউজ ২৪ ডটকমের সম্পাদক ও প্রকাশক মাহবুব আলম লাভলু। এসময় উপস্থিত ছিলেন নবধারা নিউজ ২৪ ডটকম পরিবারের সদস্য প্রকোশলী মঞ্জুর আহমেদ টিটু, প্রকৌশলী বোরহান উদ্দিন, পারভেজ পাটোয়ারী প্রমূখ।
ডাঃ খলিলুল কাইয়ুম বলেন, সততা একজন সাংবাদিকের সবচেয়ে বড় গুণ। অনেক যোগ্যতা ও দক্ষতা থাকলেও সততার অভাবে অর্জিত সম্মান ধুলোয় মিশে যেতে পারে। যেহেতু গণমাধ্যমকে সমাজের দর্পণ বলা হয়, তাই গণমাধ্যমকর্মীদেরও দর্পণের মতো স্বচ্ছ হতে হবে।
তিনি আরো বলেন,সাংবাদিকতা যতোটা না পেশা তার চেয়ে অনেক বেশি নেশা, ভালোলাগা। এই নেশাটা হচ্ছে দেশের জন্য, মানুষের জন্য কিছু করার নেশা। আমার মনে হয়, একজন চিকিৎসক যেভাবে মানুষের সেবা করতে পারেন তার চেয়ে অনেক বেশি সেবা করতে পারেন একজন সাংবাদিক।
ডাঃ খলিলুল কাইয়ুম বলেন,আমাদের সবার, নিজেদের ভিতরে যে আঁধার আছে, অন্ধকার আছে, যে সংকীর্ণতা আছে, যে ক্ষুদ্রতা আছে, যে পরশ্রীকাতরতা আছে, যে হিংসা-বিদ্বেষ আছে, যে সাম্প্রদায়িকতা আছে- সেগুলো দূর করে নিজেকে আলোকিত করলেই সমাজ ও দেশ আলোকিত হবে। এ আলোকিত করার দায়িত্বই হচ্ছে সাংবাদিকদের কাজ।
ডাঃ খলিলুল কাইয়ুম বলেন,অনলাইন সংবাদ পোর্টালগুলোতে প্রতি মুহুর্তে সংবাদ আপডেট হচ্ছে এবং সারাদেশের কোটি কোটি মানুষ পড়ছে। তার মানে এই দাড়ায় এখনো সৎ ও আদর্শবান সাংবাদিকরা রয়েছে যাদের কারণে এখন পর্যন্ত কোটি কোটি মানুষ সংবাদ পড়ে তা বিশ্বাস করছেন।
তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আজ বাংলাদেশের হাল ধরেছে। এ পথহারা বাংলাদেশকে আবার নতুন করে মুক্তিযুদ্ধের রেললাইনে বিচ্যুত যে ইঞ্জিনটি আবার সুদৃঢ়ভাবে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত হয়েছে।
ডাঃ খলিলুল কাইয়ুম বলেন, প্রবাসীরা দেশের সার্বিক উন্নয়নে কাজ করতে চান। প্রবাসীদের দেশের জন্যে কাজ করার সুযোগ করে দিতে হবে।
ডাঃ খলিলুল কাইয়ুম বলেন, নবধারা নিউজ ২৪ ডটকম অনলাইন পোর্টালটি সঠিক ও সৎ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে কাজ করবে। আমি পাশে থেকে কাজ করে যাবো।