আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. আশিক (১৬) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। ২১ আগস্ট সন্ধ্যার দিকে উপজেলার তন্তর ইউনিয়নের রুসদী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আশিক রুসদী গ্রামের আমির হোসেনের ছেলে। সে রুসদী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, রুসদী খেলার মাঠে ফুটবল খেলছিল আশিক। খেলার সময় ফুটবলটি মাঠ সংলগ্ন একটি বসতবাড়ির দিকে উড়ে যায়। বলটি আনতে একচালা ঘরের টিনের চালায় উঠে আশিক। এ সময় চালার ওপরে থাকা বিদ্যুৎ তারে জড়িয়ে গেলে ছিটকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় আশিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. আবু মোল্লা বলেন, আশিক ফুটবল খুঁজতে গিয়ে অসাবধানতার কারণে সে বিদ্যুৎ তারে সক খায়। হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
অনাকাঙ্খিত এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।